ছোট ছোট শিশু মিটিমিটি আঁখি
কমলকোমল কায়া,
কচি কচি মুখে অকপট হাসি
এ বুকে জাগায় মায়া।


আধো আধো বুলি পরাণ জুড়ায়
মন হয়ে যায় ভালো,
ছোট খোকা সোনা হাসিতে যে তার
ছড়ায়  চাঁদের আলো।


মায়ের দু'চোখ বাবার দু'চোখ
হাজার স্বপ্ন আঁকে,
দাদা-দাদি তার হেরি সোনামুখ
আয় আয় আয় ডাকে।


গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে
জড়িয়ে সে ধরে মাকে,
সারা বাড়ি জুড়ে সব মানুষেরে
হাসিতে মাতিয়ে রাখে।