দেখে বাইরের বেশ
ভেবো না দরবেশ।
হেরি চেহারার রূপ
ভেবো না অপরূপ।
শুনে গরম খবর
ভেবো না জবর।
পড়ে দারুণ লজিক
ভেবো না তা ঠিক।


শোনো, হে রতন
আছে তোমারও চেতন।
ঘুরিয়ে যাঁতা
খাটাও মাথা।
তবুও না পেলে,
হৃদয়ে দাও ঢেলে।
যদি হয় স্মরণ,
করো তা বরণ।