মন ও মননে আজ এক নতুন অনুভূতি,
বারবার কাঁপুনি দিয়ে ওঠে শরীর,
লোমগুলো ঠায় দাঁড়িয়ে যায়।
একি আবেগ নাকি বিবেক,
আনন্দ নাকি অনুশোচনা,
সে কথা বুঝা বড় দায়।


অতীতের দিনগুলো খুব মনে পড়ে
স্মৃতিগুলো পাখা মেলে চোখের সম্মুখে
উড়োউড়ি করে,
কিছু আনন্দ, কিছু বেদনা,
কিছু পাপ, কিছু পূণ্য,
কিছু ব্যর্থতা, কিছু সফলতা,
কিছু ভুল, কিছু শুদ্ধতা,
সব মিলিয়ে এক ভিন্ন রকমের অনুভূতি আজ;
না হাসতে ইচ্ছে করে, না কাঁদতে ইচ্ছে করে,
না বসতে ইচ্ছে করে, না শুতে ইচ্ছে করে,
শুধু আকাশ দেখার বাসনা এই মনে।