চারিদিকে এক ভয়ঙ্কর অস্থিরতা, অনাকাঙ্ক্ষিত হাহাকার-
শান্তি নেই, স্বস্তি নেই,
মিল নেই, ঐক্য নেই,
মানুষের মাঝে নিখাদ ভালোবাসার অস্তিত্ব নেই।


পৃথিবীর অগণিত মানুষ আজ অজস্র দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত
পার্থিব লোভ আর স্বার্থপরতা আখড়া গড়েছে অন্তরে অন্তরে,
হিংসা, বিদ্বেষ, অমানবিকতা হামলে পড়েছে রন্ধ্রে রন্ধ্রে,
মনুষ্যত্বের পড়েছে চরম আকাল।
মানুষে মানুষে অযাচিত হানাহানি
জাতিতে জাতিতে ঘন ঘন পরিহারযোগ্য সংঘাত
বিষিয়ে তুলেছে পৃথিবীর সকল মানব বসতি।


হে দুনিয়ার মানুষ,
শুধু একবার অন্তরখানি প্রসারিত করে দেখো
সে তো এক আকাশ ভালোবাসার আবাদ ভূমি
যেখানে কারো প্রতি কোনো বিদ্বেষ নেই, নেই কোনো অহংবোধ,
নেই কোনো জাত্যাভিমান।
ঘরের কিংবা বাহিরের
সম্পদশালী কিংবা মিসকিন
কৃষ্ণাঙ্গ কিংবা শ্বেতাঙ্গ
পৃথিবীর সব দেশের সব মানুষকে মনে হবে আত্মার আত্মীয়,
পৃথিবীর সব মানুষের প্রতি থাকবে সমান ভালোবাসা।