সময় এসেছে এক ভীষণ কঠিন,
বেড়েই চলছে শুধু মাথা পিছু ঋণ।
বিবেকে মরচে পড়ে হারিয়েছে ধার
মনের অসাধু চিন্তা জিতে বারে বার।
জ্ঞানীদের বাতলানো ছিল যত নীতি,
সেকেলের তোহমতে ছুড়ে ফেলে ক্ষিতি।
খেয়াল খুশিতে চলে সব কারবার
মুক্তবুদ্ধির সে এক বিরাট বাজার।
সূর্যের সাথে শত্রুতা করে মোমবাতি,
বিদ্বেষ ছড়াতে তার কাঁপে না যে ছাতি।
সামান্য আলো পেয়েই ভারী অহমিকা
দেয়ালে দেয়ালে মারে বিদ্বেষের চিকা।
মন দিয়ে চিন্তা করে বিবেকেতে নয়,
তাই তো সত্যরা মরে চারিদিকে ভয়।