অন্তর যে ধীরে ধীরে গেল পচে গলে
সে খবর বেমালুম ভুলে গেলে হায়!
পোশাকের চাকচিক্য আর নানা ছলে
মিটাতে পারবে কি হে এই মহাদায়?
সহস্র রিপুর বাস তোমার অন্তরে
তা নিয়ে তোমার নেই কোনো মাথা ব্যথা,
আগুন জ্বালিয়ে দাও পথে পথে ঘরে
মানুষের উপকার তো অসম্ভব কথা!


দাওয়াবিহীন আর রবে কত দিন?
জীবন যে ধীরে ধীরে যায় ক্ষয়ে ক্ষয়ে,
মাথা পরে জমে আছে শতাধিক ঋণ
পচে যাওয়া অন্তরে যাবে শেষ লয়ে!
হৃদয়ের মেরামত করে নাও আজ,
নিশ্চয় তুমিও পাবে সম্মানের তাজ।