অবশেষে আক্ষেপ
                  সাহেদ আহমেদ


বিকেলের রংধনুটা খোঁপায় গুঁজবো বলে
সন্ধ্যায় তোর বেলকুনিতে দাঁড়িয়ে রবো,
তারা পারবো আকাশের পিঠে চড়ে  
রাতের আড্ডায় টিপ পরিয়ে দেবো।


অথচ আজ আকাশটা বিষাদের দখলে
স্বাদের গুঁড়ে বালি কেমন করো ছুঁবো?
দু'মুঠো চুড়ি কেনার পয়সা নেই পকেটে
রিক্ত মানুষটা কি করে মুখোমুখি হবো।


দূরত্বের ঘাটে ভালো নেই কেউ
বুড়িগঙ্গার বেড়িবাঁধে একাই হাটা হলো।
দু'পলক ধরলার স্রোত কিংবা তিস্তার ঢেউ
দুটো আজো আক্ষেপ হয়েই রইলো।


তবুও এ জীবনে শত জন্মের প্রেম বরাদ্দ
পাজর খুঁড়ে বা'পাশে গচ্ছিত রেখেছি।
হউক না হয় ঈষৎ ক্ষণেরই সাধনায় সাধ্য
শতবার মরবো শাতাব্দী অপেক্ষা করছি।


এ জন্মের ছলাকলার ষোলোকলা দেখে
দ্বিতীয় জন্মের আশা আমি ছেড়ে দিয়েছি।
আবেগের তেরকলার ভেলায় ভেসে
অবশেষে নাছর একটা নাকাল হয়েছি।


বৃহস্পতিবার রাত ১১:৩০ মিনিট
০৬ পৌষ ১৫২৫ বঙ্গাব্দ
২০ ডিসেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ,
বুড়িগঙ্গা নদী বেড়িবাঁধ,
নাদের আলী বেপারী ঘাট,
জিনজিরা কেরানীগঞ্জ ঢাকা বাংলাদেশ।