রাত একটা তেপ্পান্ন / সাহেদ আহামেদ।


রাত যখন একটা তেপ্পান্ন
সভ্যতার এলাকা নেশাখোরের দখলে।
সোডিয়ামের আলো নীরবতায় আচ্ছন্ন
স্বাধীনতা তখন ছিনতাইকারীর কবলে।


বানিজ্যিক নগরের আঠারো নাম্বার সড়কে
অন্ধকার কুকিয়ে উঠলো মানুষের গলায়,
হুবহু মানুষের মতো দুটি কুকুরের খাবারে
পাগলীটাও খোরাক হলো বিনে পয়সায়।


অথচ খদ্দেরের অপেক্ষায় প্রতিটি রাতে
বর্ষারা পণ্যের সাজে চৌরাস্তায় দাঁড়ায়,
নারীর পাশাপাশি শিশুও লালসার ফাঁদে
আহত বিবেকটা হতভম্ব দৃশ্যের পাড়ায়।


যুগের দোষ দিয়ে নির্বোধ ঠাট্টার দফতরে
কালের তল্লাট কলঙ্কিত প্রয়োগের অভাবে,
অত্যাধুনিক প্রযুক্তি পরকীয়ার খপ্পরে
সমাজটা নজর বন্দী আর্দশের স্বভাবে।


রেললাইনে মনুষ্যত্ব রোজ কাটা পড়ছে  
পতাকাটির বস্ত্রহরণ চৌরাস্তায়,
অর্ধনগ্ন দেশটা প্রায় উলঙ্গ হয়ে যাচ্ছে
চোখ দুটো লজ্জিত পত্রিকার পাতায়।


বৃহস্পতিবার রাত ১০:৩০ মিনিট
০৬ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ,
২০ জুন ২০১৯ খ্রিস্টাব্দ,
থানার ঘাট বুড়িগঙ্গা নদী বেড়িবাঁধ
জিনজিরা কেরানীগঞ্জ ঢাকা বাংলাদেশ।