ও রে বকের দল
এলি পাখা মেলে,
মনের সুখে বসে গেলি
মাছ ধরবি ব,লে।

মুনি সেজে চোখ বুজে
ধ্যান করার ছলে,
ভাবিস মনে মাছের ক্থা
কখন নড়ে জলে।

খপ করে ধরে মাছ
গপ ক,রে গিলে,
নড়িস মাথা এদিক ওদিক
আহ্লাদে গলে।

এক ঠ্যাং তুলে বসে
সেজে মহারাজা,
নির্দোষ প্রজাগণে
দিস তোর সাজা।

সাধু সাধু ভাব নিয়ে
পাতিস এমন কল,
আসলে যে ছুতো সব
মাছ ধরার ছল।

***********