।।এই তো সময়।।
-----------------------------------------
শুধু ইচ্ছে হলেই হবে না
ইচ্ছের ও সীমা থাকা দরকার
হয়তো তুমি চাইছো যাই
একবার দেখে তো আসি
বাতাস বলছে হেঁকে সে উপায় নাই
ঠিক তখনই মন কেমনের পাতাটি ফুঁফিয়ে ওঠে
অথচ বসে যে থাকবে সে উপায় কোথায়?
সুযোগের সদ্ব্যবহারে জায়গা ভরাট
একটু ঝেড়ে মুছে যেই সামনে তাকালে
দেখলে ততক্ষণে খাঁচাটি ভেঙে
সুখ পাখিটা উড়ছে হাওয়ায় দূরে কোথাও!
--------------------------------------
।।এই তো জীবন।।
-----------------------------
যখনই ধরেছি হাল
গেছো দূরে সরে
তাই বলে ভেবো না সখি
ভাবনাও গেছে মরে।


হতে পারো প্রথম
দ্বিতীয় ও যে আছে
সেখানেও লাগলে পোকা
রোগটাই ছোঁয়াচে।


দোষ আর দেখি না
সপ্নও বারণ!
শত বাঁধা পার করে
চলাই জীবন।
----------------------------
-৩/৯/২০২১-অবুঝ মন-