মিথ্যার বেড়াজালে-স্বর্গীয় সুমধুর সুবাসে
প্রজাপতি মেলেছিল ডানা,
আশা ও আকাঙ্খার উৎসমুখে সাথী  হতে --
একাকিত্বের উদারমনা বাগানে
নিজেকে মেলে ধরতে রঙিন স্বপ্নের নিশানে।
মিলেছিল কিছু সময়-উপোসী উঠানের আলো--
নৈঃশব্দের মিউজিয়ামের রূপসী জোছনায়,
আমন্ত্রণ কিংবা নিয়ম রক্ষার খাতিরে--
বাসনা প্রজ্বলিত রোদের মতো।
মুহূর্তগুলো উতাল পাতাল আছাড় খেলো,
বিপর্যয় ও ভ্রুকুটির বাঁকে--
দ্বিধার কর্ণধার ছল-চাতুরি,
গোধূলির আলো মেখে-ধূসর  কাঁকর পথে--
আচমকাই ভাগ হয়ে গেল-পুরনো কুয়াশার স্বরলিপিতে।
---------------------------------
১০/৬/১৯