ক্রমশ দূরে সরে যাচ্ছে সুমধুর রিংটোন--
জ্যোৎস্না ভেজা হিমেল স্রোতে
আলো মাখা ঘনিষ্ঠ বন হরিণীর রূপটান--
মায়ার পিপাসার চরে যাচ্ছে ভেসে।


নদীর ওপাশের পুরনো গন্ধ সুভাস ---
জীবন ধারায় যা বয়ে চলে কিছুটা সময়
সুজলা সুফলা সূর্যোদয়ের নিবিড় বন্ধনে--
হঠাৎ সেখানে ও, ভিড় জমেছে অন্ধকার অচেনা ফাগুনের।


পাল ছেঁড়া তরী বুঝি ডুববে এবার----
গভীর কৃষ্ণকায় ,পাঁকাল অতীতের চেনা পথে
রহস্য ঘেরা ছায়া শরীর আজ ও কফিন পোতায় মগ্ন---
স্নায়ু-যুদ্ধের খেলাপি বাহানা শব্দ রথে।


রক্তের ক্ষিপ্রতা পুড়ে পুড়ে হয়ে গেছে দিশেহারা-
চারপাশে বিরাজমান লুকানো আবর্জনার স্বাদে
অভিমান ভুলে গেছে দুঃসাহ-সিকতার পথ--
বোকা ভালো বাসার, আবদ্ধ পাতা ফাঁদে
তবুও, ভিজে কাঠ চায় যে ছুঁতে আগুনের পরব--
পৌরুষ সুখ খুঁজে নিতে-আধখানা বোকা চাঁদের মতো।
----------------------------------------
১/৭/১৯