বোধহয় তুমি নিজে-কথা দিলে বলছি পরে--
কেমনে মিশে গেল সে কথা মরু বালুচরে!
এ কি সত্যি ভাবনার অপরূপ খেলা ?
নাকি কুয়াশার মেঘ রূপি পাথরের ভেলা?
হয়তোবা বন্ধ জানালায় মিছা মিছি কানামাছি খেলা-
মারিচের খোঁজে আজ ও, শ্রীরামের বৃথা হেঁটে চলা।
-----------------------------------------
২৫/৬/১৯