বদলেছে জমানা -সমাজের বুকে
এটা যে কালের নিয়ম--
বেরিয়ে ও পড়েছে ,
নানান পোকার ভগ্ন শরীর
হিংস্রতা-বিপন্নতা-অসহিষ্ণুতা--
সাধের আদরের ধন বলে,
বুকের কাছে -আগলে রাখছি যাদের--
তাদের মননে ভাসায়েছে তরী।
গুমোট অন্ধকার নেশা---
বাসা বাঁধছে মাথার ভিতর,
প্রত্যাশা ছোঁয়ার জন্য-নাকি ব্যর্থতার ভয়,
কারণ আর যাই হোক না কেন
এমন অনভিপ্রেত বাসনা কি---
মানুষের শোভা পায়?
এ ছবি আজ ছড়িয়ে পড়েছে---
ঘুন ধরা-ক্যান্সার রূপে,
অসহায়-উদ্বিগ্ন নিরুপায়----
পিতা-মাতা, নতুন আশার খোঁজে।
--------------------------------------
২৩/৬/১৯