গরুটা ঠিক বাবার মতন
ভেঁড়াও যায় বলা
দিন দুপুরে কাজের ভিড়ে
একলা পথ চলা!


রাত নিশিথে যখন ফেরে
কুম্ভকর্ণ আসে ধেয়ে
তখন কি আর আগুন মেখে
বলা কি যায় দেখো চেয়ে?


এই সুযোগে জাগিয়ে তুলি
পাশের বাড়ির হ্যাবলা টারে
নাড়াচাড়া ঘাঁটা ঘাঁটি
ইচ্ছে মতো নেশার ঘোরে।


এমন মওকা কজনে পায়?
তাইতো তাকে ঘরে ডাকি
সোহাগ সিঁদুর থাক না বেঁচে
অন্য চাঁদের সরটা মাখি।


এমনি করে কাটিয়ে দেবো
আর যতোকাল আছে বাকি
মরদটা যে কলুর বলদ
না হয় দিলাম একটু ফাঁকি।
-------------------------------------------
২২/৯/২০২১-অবুঝ মন-