ধ্বংস স্তূপের হাতছানি আসছে ধেয়ে
যন্ত্রণার বলি চড়াতে ঝুলমাখা আগ্রাসী দাবানল হয়ে
ঢেউ পথ সামলে নিয়ে আমরা তাড়াবো ভয়
তাই কান খুলে শুনুন এখন রাজনীতির সময় নয়
কিছু দিন হয়েছিল নোট বন্দি এখন না হয় গৃহবন্দী দশা
ম্যালেরিয়া দেখেছি,যুদ্ধ তৎপরতায় ডেঙ্গু তাড়িয়েছি
ভয় পাওয়ার কিছু নেই বিবর্তনের এসব অভিলাষা
কেউ কেউ কেউকেটা,লেজ কাটা বোড়ে
তাই নাকটি বাড়িয়ে চিমটি কাটতে চায় দড়ি ছিঁড়ে
দেওয়াল ভেঙে ঠিক যাবো বেরিয়ে-
এই নিন আপনাদের হাতে পুরনো তথ্য দিলাম তুলে
এসব মামুলি ব্যাপার,কভিড নাইনটিনও
এমনি করে আমাদের ছেড়ে একদিন দূরে যাবে চলে
হয়তো কিছু মিলছে না তাতে কি?
থোড়-বড়ি খাড়া,আর খাড়া বড়ি থোড় রয়েছে যে সাথে
তাকিয়ে দেখুন পুরনো ইতিহাস,
কত দুঃস্বপ্ন পথের ধুলোতে গিয়েছে মিশে
তবুও ঘেউ ঘেউ করে কিছু জন,আমায় করছে তাড়া
ওরা কি বোঝে না,ন্যাড়া মাথা দিয়ে জাগানো কি যায় সারা পাড়া?
কতো পাওনা,বকেয়া রেখে বগবশ ভাষণের জয়গান
জেনে রেখো সময় হলে মানুষ ঠিক বুঝিয়ে দেবে কার কতো সম্মান
তবুও বলছি এখন কাঁসর ঘন্টা ঝাঁঝর বাজিয়ে রাজনীতির সময় নয়,
সামনে আসছে তেড়ে অজানা আশঙ্কা,বিস্তীর্ণ জলাশয়
ভয় পাবেন না,আছি পাশে,একটু সাঁতরাতে শিখুন
ডায়েট কে গুলি মেরে,মুক্তির আশায়
"আমরা করবো জয়,আমরা করবো জয় নিশ্চয়"।
-------------------------------------------
৭/৪/২০২০-অবুঝ মন-