দেখছি যত- বুঝছি ততো
মায়া মৃগের-মলীন বেশ
অচিন পুরে -ভাবনা জুড়ে
বাড়ছে শুধু- ভীষণ ক্লেশ।


চাওয়া যদি- হয় অপরাধ
বলার সীমা -থাকনা দুরে
না পাওয়ার-ই -দরজা গুলি
খুলতোনা আর -এমন করে।


এর পরেও -আসবে জানি
সুর জাগানো -কথার বানী
আশার আলোর -প্রদীপ টানি
ঘুম পাড়াতে-একটু খানি।


যাবে ফিরে -খাম খেয়ালে
আপন মনে- দোদুল দুলে
ব্যথার বাঁশি- বাজিয়ে প্রানে
প্রয়ো-জনের- সুরের তানে।


এমনি করে -চলছে জীবন
হচ্ছে নাতো- স্মৃতির মরন
খেয়াল খুশির -পরশ মেখে
আশার প্রদীপ -জ্বলছে বুকে।
-------------------------------------------
১৯/৪/১৯