।।মুক্তি কোথায়?
          কলমে: নরেশ বৈদ্য
---------------------------------------------
আড়ে নেই বহরে বাড়ছে ভাইরাস
ওষুধ নেই যাঁতাকলে উঠছে নাভিশ্বাস
আমজনতার প্রদীপ যিনি তিনি গেলেন চলে
লম্বা মিছিল ছেড়ে গেলেন জীবন্ত সব কঙ্কালের
আঠারো লক্ষ চৌত্রিশ হাজার নয়শত তিপ্পান্ন
নাচন কোদন শতেক রকম
প্রথম সারির বিজ্ঞাপনের বাজনদার
এর পর ও কি আর কিছু বলার আছে?
পচন ক্রিয়া কোথায় ছুঁয়েছে?
ওই যে দেখুন প্রচার হাসছে
বিবেকের কোরক লাঠি পেটাচ্ছে
সম্বল কেবল আম্লিক রস,ফসকা ঢেঁকুর
আশেপাশে ঘুরছে ফিরছে কালো মেঘ
অন্ধকূপের সারি সারি স্তর--মুক্তি কোথায়?
---------------------------------------------
        ---১৩/৮/২০২০---অবুঝ মন-