ভালো কাজের জন্য প্রয়োজন ভালো মনের
সে বিষয় সন্দেহের অবকাশ নেই--
এ কথা কেনা জানে?
তার মানে এই নয় যে --
এর বাইরে আর কোন কথা থাকতে পারে না!
অন্তঃত বোঝা পড়ার ইতিহাস সে কথা বলে না।
বিবেকের স্রোতস্বিনী ধারা বয়ে চলে নীরবে
বিরহী রাধার অন্তর ব্যথার অনুকরণে--
অনুরোধ বার বার মিশে গেছে
খেয়ালী মেঘের ভেলায়--
আর আকাঙ্ক্ষা চাপা পড়ে আছে-
পবন পুত্রের শক্তিশালী বাহুবলের তলায়,
বিশাল্য করনী পাবার আশায়--
তাতে হয়তো মেঘের জমাট চাদর ভাসবে
আরও অনেকটা সময় হৃদয়ের অন্তঃস্থলে
তবুও বিশ্বাসের ক্লোরোফিল, পৃথিবীর বুকে
অরুনের আলো হয়ে উঠবে ফুটে,
অসীম কালের সীমাহীন-প্রেমময় বন্ধনে।
এর বাইরে ব্যতিক্রমী কিছু ঘটতে ও পারে
কলির কল্কি অবতারের জন্য-
যেখানে চেনা- জানা বোধ প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে
অচেনা মরু সাহারার বুকে যাবে হারিয়ে-
হয়তো তেমন-ই পূর্বাভাষ, কিনা-কে জানে?
যা কিছু ঘটুক না কেন--
প্রেম, প্রীতি বন্ধন থাকবে চিরকাল জীবিত।
-------------------------------------------
২৯/৪/১৯