ভুলতে চাইলে কি সব কিছু ভোলা যায়?
মুখ মোছা রুমালের মতো কি ----
দূরে ছুঁড়ে ফেলে দেওয়া যায় জীবন খাতার প্রতি পাতা?
বিশ্বাসের পাতা কি এতই ভঙ্গুর যে, খুবই সহজে ঝরে পড়ে?
চৌচির হওয়া হৃদয় জানালায় কি-কান্নার দাগ মোছা যায়---
দৃশ্যপট বদলের সাথে সাথে?
আবেদন রয়ে যায় না কি জল থৈ থৈ মাঠে?
আশার প্রদীপ কি চীরতরে অবিশ্বাসের ঠিকানায় ডুবে যেতে পারে?
বিশ্বাসভঙ্গের তীব্র দহনে ও, জেগে থাকে না কি স্থায়ী দাগ?
প্রশ্ন দিলাম ছুঁড়ে-উত্তরের প্রতীক্ষায়।
----------------------------------------
১৭/৮/১৯