----------------------------------
বেদনার ঝড় বয়ে গেল--
প্রকাশে আছে যে বাঁধা।
নীরবতায় ঢেকে গেল আকাশ--
জানলো না সখি রাধা।।


বিসর্জনের পাতা লুটিয়ে গেল--
অনুরোধের ঝাপসা চোখে।
বিদায়ী সুর অভিমানে ভরা--
ডুবে গেল দুঃখ,শোকে ।।


দড়ির টানা-টানি শেষে--
হৃদয়ে এলো ঝলসানো রোদ।
মায়ার বাঁধন ধুলায় মিশে--
ফিরে এলো অচেনা প্রতিশোধ!
------------------------------------
২৭/৮/১৯--অবুঝ মন--