।।বিষ্ময়।।
।।নরেশ বৈদ্য।।
--------------------------------------------
কত চেনা-জানা শোনা মানুষ--
হঠাৎ করে-কি করে
এতো দূরে সরে যায়!


রাজনীতি জানি না-হয়তো তাই
ভালো লাগা স্মৃতির পাতা ---
এতো তাড়াতাড়ি মুছে ফেলা যায়।


দায়ভার কি জিনিষ-বোঝার আগে
সাইক্লোন ঝড় কি কখনো এসেছে ধেয়ে--
অচেনার, মহার্ঘ মোড়কে সঙ্গী রূপে?


দিলো তা দামি উপহার---
ব্যথার একরাশ কোকড়ানো স্রোত
এফোঁড় ওফোঁড় করে হৃদয়ের গভীরে।


ডুবে যেতে চাই না-তবুও ডোবানোর প্রচেষ্টা
স্বার্থের দ্বিচারিতার পাতা খুলে--
একেবারে অনন্য সুন্দর অভিনয়ের রঙ মাখিয়ে।


জানিনা কেন এমন হয়---
জীবনের চেনা আঙিনায়!
ভাবলে কেবলই, বেদনা ভরে যায়-আর জাগে বিষ্ময়।
--------------------------------------------
৩০/৭/১৯