খিড়কি এঁটে স্বপ্ন দেখে
হামবড়া ভাব মানী,
কাজেকর্মে লবডঙ্কা  
বাতলায় মধুর বাণী !  


নাহি ছুঁয়ে পানি তবু
ধরে পাকাল মাগুর,  
যারা করে শিকার তাদের
মাথায় মারে মুগুর।  


খেয়েদেয়ে গতর মোটা
কাজহীন তর্কে রাজা !
খুত সন্ধানী ঘুরে ফিরে...
শিকার মিললে পায় মজা।


বারোমাসে কর্মে নিপুণ
স্বভাবসিদ্ধ কাজে !
জাহির করে মহাজ্ঞানী,  
পর তেলে মাছ ভাজে !
  
*প্রথম ব্যঙ্গার্থ কবিতা।জানিনা কতটুকু প্রাসঙ্গিক
হয়েছে!ভুল হলে ক্ষমা করবেন।