আধুনিক প্রজন্ম বড়ো মাথা ব্যথা,
সন্তান নাহি শোনে, মা-বাবার কথা।
খেয়ালখুশি রংতামাশা থাকে মেতে !  
অবাধে অপকর্মে মাতে দিনে-রাতে !  
কলম ছেড়ে কোমল হাতে বন্দুক !
লুটতরাজ রাহাজানি ভাঙ্গে সিন্দুক।
অমানবিক জুলুম, নেই ভালবাসা ;  
মুখে কুরুচিপূর্ণ অশ্লীল ভাষা !
বৃদ্ধ মাতা পিতকে, ঘর ছাড়া করে ;  
অনাদরে অনাহারে, পথে ঘাটে মরে।  
মারণ নেশায় বুঁদ হয়ে উন্মাদ,
প্রজন্মর আগামী মিছে বরবাদ !        


***আধুনিক প্রজন্মের অনেকেই অমানবিক জীবন যাপন করছে।গুম রাহাজানি দাঙ্গাফেসাদে সম্পৃক্ত।অনেকেই মারণ নেশায় আসক্ত।এর জন্য অনেকাংশে আমরা দায়ী।(অভিভাবক) নব প্রজন্ম দেখে আমার অনুভূতি কাব্যিক রূপে প্রকাশ করলাম।কাউকে আঘাত করার জন্য নয়।ভুল ত্রুটি মার্জনীয়।                    

15/02/2020.