বর্ষা জাগে মনে বর্ষা জাগে ক্ষণে,
হৃদয় হোক আন্দোলিত গহীণ সরোবরে।
মন আকাশে মেঘ জমেছে মৌন অভিমানে,
ঝরবে আজ শ্রাবণ ধারা নীল সবুজের প্রাণে।


মন উড়ছে মন মেতেছে নৃত্য অবিরত
ভাবনা ভাবুক ভাবনা উড়ুক রঙ্গিন কত শত।
ঐ আকাশে নীল ধরেছে রং ছিল তার যত,
নীল ডাহুক মেলেছে ডানা ছিল যত শত।


সন্ধ্যে নামে শহর জুড়ে বৃষ্টি অবিরত,
কানা গলির পথটি ধরে পথিক হাঁটে কত।
কেউ বেড়ায় স্বপ্ন খুঁজে কেউবা ধুয়ে পাপ,
আজ শহর জুড়ে বৃষ্টি নেমেছে সন্ন্যাসীদের মাপ।


বর্ষা জাগে হৃদয় কোণে গভীরে যত ক্ষত,
তেপান্তরে ভাসবে ভেলা দুঃখ অনাহত।
দুঃখ ঢাকা মন পবণে সুখের হাওয়া বয়,
সুখ গুলো আজ ভেজায় খুশি বর্ষা নামবে তাই!