এমন করে ঘুম ভাঙেনি পহেলা বৈশাখে
দেখিনি কখনো এমন নিরব নগর নববর্ষে


আজ পৃথিবী মৃত্যু উপত্যকা ফুলের শয্যা নয়
সময় কে মানিয়ে তাই  সুখকে বাঁধতে হয়।


জীবনটাকে বাঁচানোই আজ বেশি প্রয়োজন
তাই তো এবার নববর্ষে লক ডাউনের আয়োজন।


ঘরে বসে প্রার্থনা করো সবে পান্তা-ইলিশ খাও
হোয়াস্টয়্যাপ, ম্যাসেঞ্জারে প্রিয় মুখ দেখে নাও।


শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সবাই আজ ঘরে
প্রিয়জনকে আনন্দে রাখো হাসো প্রাণ ভরে।


বেঁচে থাকলে দেখা হবে,আগের মতো করে
ক্ষমা করো, দোয়া করো,থাকো শুদ্ধাচার এ