টাকা ছাড়া তুচ্ছ সবই জীবনটা হয় তিতা
স্নেহ প্রেম ভালোবাসা খোঁজাই তখন বৃথা।
মুখে তুমি যতোই বলো গরীব স্বজন ভালো
হাসি মুখে কথা বলে মুখ করে না কালো।
প্রয়োজনেই সেই তুমিটা টাকার পিছে ছোটো
কটু কথাও হজম করো হোক সে গুণে খাটো।
ধরায় তুমি কতো বড় টাকায় বিচার হয়
মনটা বড় হলেও গরীব চাপা পড়ে রয়।
কলুর বলদ হয়ে তুমি যতোই খেটে মরো
টাকায় মু্ল্য না পেলে তা সবটা জেনো জিরো।
জ্ঞানী, গুণি, বিজ্ঞ তিনি যার পকেটটা ভারি
তোমার যতো নিন্দে করুক গুণ গাইবে তারি।
সব ক্ষমতা, উচ্চাসন টাকার মুকুট যার
স্নেহ প্রেম ভালোবাসা সব অধিকার তার।