সকাল হলো খুকুর মনে
যাবে যে আজ মাঠের কোণে
খেলবে নাকি অনেক খেলা
আকাশ পানে মেঘের ভেলা


মায়ের কথা মানবে কেন
বাবা আজ কোথায় যেন
মনের মাঝে শুধুই উঁকি
খেলতে আজ বড়ই ঝুঁকি


ফুল বাগানে পড়লো চোখ
বাবা বুঝি করছে পরখ
পানি দিচ্ছে টবে টবে
খেলা কি আজ নাহি হবে


কান্না কাটির মধ্য মাঝে
মামা এলো সকাল সাজে
পেয়ে মামা চরম খুশ
খোকার কি আর থাকে হুস


মামার বুঝি আদর বেশি
বানিয়ে বলায় একটু কাশি
বায়না তবুও ভুলে না
খেলতে মামা চলো না।