নতুনের আনাগোনা বিবর্ণ প্রহর
গোধূলি ও ঘন রাতে ঘনীভূত মেঘ
পূর্ণিমার দেখা নাই ঝরে গতি বেগ
অবরুদ্ধ প্রাণী কুল কাটছে না ঘোর
নতুনের খোঁজাখুঁজি ফিরে পেতে ভোর
বসন্তের ছায়ারুপ প্রতীক্ষা আবেগ
শকুনের উড়া উড়ি বাতাসের বেগ
সন্ধিক্ষণ দুরবস্থা স্বপ্নতে বিভোর।


জীবন শুরুর তরে বহে হৈ চৈ খেলা
সময় আবর্তে চলে পরিণয় মেলা
নতুন নতুনে হয় ভাঙা গড়া কাঠি,
বিপর্যয় ঘনঘটা জলোচ্ছ্বাস খুব
প্রখর তাপে খরায় শুষ্কতা'র রূপ
স্বাধীনতায় বিকৃত পরাধীন মাটি।