মানবতার শেষ প্রান্তরে আমরা দাঁড়িয়ে
স্বজনের আর্তনাদে আজ প্রিয়জন হারিয়ে
কোথায় শেষ হবে! কে জানে এই ধরণীতে
বিভীষিকার হানা হয়েছে অলিতে গলিতে।


শতাব্দী পার হয়েছে নানা নামের মোড়কে
মৃত্যু মিছিলের ঢল হবে সড়কে সড়কে
ভয়াল থাবায় পাল্টে যায় চিত্র পরিবেশের
আর কত আতংকিত হব এই সর্বনাশের?


হৃদয়ের স্পন্দন বন্ধ হয় নিমেষেই আজ
স্থবির হয়ে পরে বুদ্ধি করে না কোন কাজ
ভালবাসার মানুষগুলো পরাধীনতা'য় বন্দি
কে করবে নিজেকে বিলিয়ে দুর্যোগে'র সন্ধি ?


কালের আবর্তে এমনি কেন হয় জানি না
বিধাতার দেওয়া বিধান হয়তো'বা মানি না
এমন গজবের পরিক্রমা আরও কত চলবে
এর পরিত্রাণ কবে হবে কে আমায় বলবে ?