চলছে গাড়ি মনের বাড়ি
থামবে কোথায় বলো
আমার সাথে কেবা যাবে
দুর ঠিকানায় চলো

ঐ ঐখানে মোর একলা বাস
সবুজ নীড়ে বাসা
শ্যামল নদীর মায়ার টানে
আমার ফিরে আশা

আজব দেশের মানুষ সবাই
যাবি কোথায় বল
সবুজ ঘাসের শিশির ভেজা
আমার গায়ে চল

কেমন হবে মনের আশা
বলবে আমায় নাকি
স্বপ্ন মনের চোখ জুরাবে
তোমায় আমি ডাকি

আমার নীড়ে একলা থাকি
মনের ঘরে বাসা
সবুজ শ্যামল স্বপ্ন ডানায়
আমার ফিরে আশা