আজই প্রথম তোমায় দেখলাম
নতুন করে সেজেছ সন্ধ্যায়
এমনটি হয়নি তোমার বুঝি
না'কি আমার চোখে পড়েনি
সকলে দেখিছে পূর্ণিমার বেশে
তবুও চেয়ে আছো আমার দিকে হেসে।।


হাত বাড়াই আবার ফিরিয়ে নেই
যদি আমায় ছুরে ফেলে দাও
ভয় করে আমার করেও না
তবুও পারিনা ! কে? বলে দাড়াও
পিছনের ডাক আবারও শুনি
তবুও তোমাকে পাওয়ার দিন গুনি।।


আবার কবে আসবে ফিরে
এভাবে একটু একটু হাসবে
তুমি আবার নতুন করে সেজে
আসবে আর আমায় ভালবাসবে


তুমি নেই দিনের মাঝে নেই
তবুও খুঁজি তারাপতি সেই
লুকানো স্বপ্ন তোমার মাঝে
লুকাই আমি তব কত সাজে
তোমাকে দেখি শুধু দেখি
ভরা পূর্ণিমা আজ তোমার
তাই তোমাকে শুধু দেখি।।


রঙ্গিন আশা জাগে কেন বল
আলোর স্বপ্ন কেন দেখি বল
আমায় তুমি কি ভালবাসবে
শুধু তোমার করে ভালবাসবে
তুমি সত্য আর আমি মিথ্যে
নতুন করে আসবে তুমি যাবে
এসেছ তুমি আজ তাই থাকবে
সকলে তোমায় কত যে দেখবে।।


আজ আছি এই! কাল নেই
নতুন করে নয় ভালবেসেছি সেই
পাওয়ার আসাই সব নয়
দেখিব সবটুকু সময় শুধু প্রেমময়।।


আঁধার নেই এতটুকু আজ আর
লুকোচুরি নেই মেঘের ভেলায়
তবুও হয়না সবটুক তার
ক্লান্তিময় দিনের পর সন্ধ্যা বেলায়
তাই তোমাকে বলতে এলাম
সে না'হোক তুমি বুঝবে আমায়
হয়তো জানেনা সে ভালবাসি
না জেনেও তবু কেন কষ্ট দেয়।।


আজ আমার বলতে কেউ নেই
নেই সহানুভূতি দেবার মানুষ
আছে বুকের মাঝে হাহাকার
তবে কি এটাই আমার পরিশেষ
তবুও যদি পাই যদি তাকে পাই
এ বুকের ভালবাসায় হবে না শেষ।।


আমি দেখি কত সুন্দর
তাকে তোমার আলোয় দেখে
তুমি কি দেখতে পাও
কত মায়া আছে তার চোখে
তার নম্রতা চোখে পড়ে কি
হয়তো সুখে না'হয় দুঃখে।।


সেও সুন্দর তোমার মত
তবুও তুমি ভালো কলঙ্ক হলেও
দুর থেকে আমায় দেখ
মেঘের আড়ালে একটু লুকিয়েও
আধারের পড়ে আলো দাও
সে দেখে না ভুলেও কখনো।।


আমি চাই তোমাকে চাই
যেমন করে আমি তাকে চাই
মনের মানুষ করে রাখতে
প্রিয় মানুষ কে কাছে চাই
বুকের মাঝে জায়গা করে
তোমার মত তাকে বাসতে চাই
শুধু ভালবাসতে চাই।।


তোমার তুলনা কখনো হয়না
তোমার ছলনা মেঘের কামনা
না দেখে প্রিয় মুখ কভু
অন্তর বিষাদ ছাড়া আর কিছু না
তারার ঝলমলে আলোকিত সে
আমার বুকে না বলা বেদনা
সুন্দর তার সব কিছু তোমার মত
বলতে পারিনা তাই যন্ত্রণা।।


আজ তুমি কিছু বলবে কি
কানের কাছে ফিস ফিস করে
ভালবাসব তাকে অন্তর দিয়ে
কেমন করে ভালবাসার তরে
বলবে কি সে আমায় ভালবাসবে
বেঁধে রাখবে তার বাঁধন ডোরে।।


আর নয় তারাপতি
বিষাদের কথা বলা
হবে না আর এই রাত্রি
তার হাত ধরে চলা
তবুও ভাবি সে আমার সাথী
ভয় বুঝি করে এ কথা বলা।।


না বলেই কষ্ট পাই
যদি ভুল করে ফিরিয়ে দেয়
আশায় তাই থেকে যাই
কিছু বলি না যদি চলে যায়
আজ তোমার বিদায় নাই
তোমাকে ছাড়া খুব কষ্ট হয়।।


ফিরে এসো আবার তুমি
ফিরে এসো আবার
আমার প্রিয় মুখটি দেখতে
ফিরে এসো আবার
ভালো সে না বাসলে আমায়
তুমি তাকে ভালবাসবার।।