ভাবতে ভাবতে যায় বেলা
মনেতে রঙ্গীন খেলা।
ভাবি আমি ভাবি
কতো কিছু ভাবি।


সমাজ ভাবনায় সুশীল হওয়ার কথা
ক্রমশ ই জটিলতর ভাবনার ব্যাথা।
সমাজে আজ সুশীল নাই
মন মস্তিষ্কে কুটিল পাই।


ভাবনার বিকাশ চাই
সুশীল সমাজ চাই
সুচিন্তিত বিবেক চাই
মূলত মানুষ চাই।