আজীবন ফেরারী আমি
নিজের কাছেই মুখ লুকিয়ে
চলেছি অনন্তকাল ধরে।


পরান খোলে  খোলে  খোলেনা
পাপী গন্ধবী সোউরভ* চারদিকে..
আমিও ভেসেছি অবলীলায়
অমৃতধারা ভেবে।


ভুল ছিল না কি?  জানিনা।
সংশয়ে বাধা পরে যায়
মনের জানালা গুলো,
অবরুদ্ধ গুমরে মরে।


ডানা ঝাপ্টায় উড়বে ---
'ভরসারা' টুটি চেপে ধরে।
'মুক্তির পথ' মুক্তির যুক্তিতে হেটে চলে।


ফেরারী মন হেরে যায়
ফিরে চলে আবার ফেরারীতে।