তুমি ডাকলে কাছে থাকতাম
আর টুপটাপ ফোঁটা বৃষ্টি
জেনো হাঁটছি, আয়ু আলপথ
চিরে সন্ধ্যার দূরদৃষ্টি।
চিঠি উড়ছে, ভুল ডাকঘর
কোন স্বপ্নের দিকে কদ্দূর
আমি গন্দমফুলে মগ্ন
জানি আলো নেই, নেই রোদ্দুর।
তুমি ডাক দাও, নতজানু হই
চেনা পাহাড়ের মাটি-মর্ত্যে
কোন অদেখার লোভে মুসাফির
হাঁটে, যাপনের কোন শর্তে?
জানি আগুনের কথা বলবে
বলো বেদনার লীন সংজ্ঞা
এই নগরের পাশে রাত হয়
আর গাঢ় হয় বুড়িগঙ্গা ৷
মরু-প্রান্তর পুড়ে যাচ্ছে
সাথে নৈসর্গিক ডাকনাম
যদি ডাকতে তবে হয়তো
ক্ষণজন্মের মতো থাকতাম।
তুমি ভাবনার মতো সুন্দর
আর জীবনের মতো মিথ্যে
নৈঃশব্দের মতো স্নিগ্ধ
কিছু স্বপ্নের সান্নিধ্যে।


নিভু শব্দ কার তন্দ্রায়
শুধু রাতদিন ছুটে চলছে
নেই প্রশ্ন, নেই উত্তর
কেউ কবিতার কথা বলছে...