একটি ভাষা হয়েছিল লাল নাম জানো কি তার?
ওরা তবুও সেই ভাষাটাই চাইছিল বারবার!
মুক্ত-মানিক নেই সে ভাষায় নেই কোন ধন হীরে,
অমিয় তবু পেয়েছে যেন হাজার সুধার ভীড়ে।


লাল হল রঙ সাথী হল তার কৃষ্ণচুড়ার পাতা,
সেই রঙেরি আবেশ পাওয়া কবিতা লেখার খাতা।
বাংলা আমার অমিয় ধারা বাংলা প্রাণের কথা,
বাংলায় হাসা-বাংলায় কাঁদা,বাংলায় ভুলা ব্যাথা।
মায়ের ভাষায় ঘুমিয়ে পড়ি বাংলা মায়ের বুকে,
নতুন দিনের স্বপন দেখি বাংলা গড়ার সুখে।
এই বাংলার পথ-ঘাট-মাঠ,এই বাংলার নদী,
প্রাণের আবেশে মিশে রবে বুকে -বইবে নিরবধি।


"চাই বাংলা,চাই বাংলা"-একটাই ওদের দাবি,
মানতে হবে-মানতেই হবে সোচ্চার হল ঢাবি।
দামাল ওরা,কামাল ওরা করলোই বাজিমাত,
বুলেট বিঁধিয়ে ফিরলো বাড়ি ,সোনায় মুড়িয়ে হাত।


প্রাণ দিয়ে পাওয়া বাংলা আমার- আমি আজ বাঙালী,
বাংলার তরে বিলাবো এ প্রাণ
বাংলায় হবে সাম্যের গান
বাংলার বুকেই রচিত হবে প্রভাত সোনালী।