সহসা দুই মেরুর দুটি মানুষ কখন যে হয়ে
গেলাম দুটি প্রাণে একটি প্রাণ, সেটি কখনও
বুঝে উঠা হয়নি;
অতঃপর হৃদয়ের বাঁধনে বেঁধে অবুঝ হৃদয়ের
সমস্ত ভালবাসা তুমি তো নিলে উজাড় করে,
আমায় তুমি  চিরশূন্য-রিক্ত করে;
অবশেষে- আমি তো হারিয়েছি তোমাতে।


অতঃপর অনেকদিন পর:
আজ আকাশের সবটুকু নীল রং বিষণ্ন মলিন,
রৌদ্রোজ্জ্বল আকাশ বরষার মেঘে মেঘে মেঘাচ্ছন্ন
সারাদিন; তবু অবশেষে জীবনের তরীর ছেঁড়া
পালে হাওয়া বয়,
অতীত আর বর্তমানকালের মিলনে বেদনার
স্মৃতিগুলো ধীরে ধীরে হয় লীন,
আকাশের সবটুকু নীল রং বিষণ্ন মলিন।


পৃথিবীর নিয়মে সবি আজো বাঁধা-
সমুদ্রের উত্তাল জলরাশি ঢেউ খেলে সৈকতে;
তোমাদের বাড়ীর উঠোনে তুলসীতলার পাশে
শেফালীফুল গাছে আজো ফুল ফোটে,
বেদনায় ভোরের ফুল ঝরে গোধূলীতে।


সহসা থমকে দাঁড়ায় তোমার ভাবনাতে,
তখন মনে হয় সমস্ত পৃথিবী থেমে গেছে এক
নিমিষে, শেষ হয়ে গেছে যেন পথের সীমানা,
থমকে গেছে পথচলা;
টুটে গেছে যেন তোমার আমার হৃদয়ের
সমস্ত দেনা-পাওনা,
বিনিময়ে এক মহাসমুদ্রসম অথৈ বেদনা।


রচনাকাল: ৬ই জুলাই, ২০১৭ইং