আমরা দাম দিয়ে কিনেছি বাংলা
কারো দানে পাওয়া নয়,
সালাম, রফিক, বরকত, জাব্বার
এই ভাষার জন্যে শহীদ হয়।


শহীদের রক্তে প্রাণের ভাষা
মুক্তি পেলো জেল থেকে,
তাই আজও এখনো শ্রদ্ধা করি
তাদের সবাইকে অন্তরে রেখে।


এখন পর্যন্ত ভাষার জন্য কাউকে
শহীদ হতে তো দেখি নাই,
তাইতো এই ভাষার মত মধু আমি
অন্যকোন ভাষায় খুজে না পাই।


আজ এই ভাষার কারনে শুধু
মাতৃভাষা পেলো আন্তর্জাতিক সম্মান,
আজ এই ভাষার জন্য সমুন্নত আমার দেশ
বিশ্বদরবারে বেড়ে গেছে তার বহু মান।


উর্ধু তুমি নষ্ট করতে চেয়েছিলে
করতে চেয়েছিলে বাংলাকে খান খান,
উর্ধু তুমি তাকিয়ে দেখো আজ
বিশ্বে এখন তার চতুর্থ অবস্থান।


বৃথা যায় নাই শহীদের রক্ত
বৃথা তো যাবে না সহসা,
তাই আজ বুক ফুলায়ে বলি আমি
বাংলাই হলো সম্মানের মাতৃভাষা।