সূর্য ঘুমায়, গস্ভীর শ্রাবণে
ভিজে শালিক একাকী ভূবনে
দীর্ঘ স্নানে পবিত্র বৃক্ষশাখা
প্রকৃতি যেন মেঘের কাজল আকাঁ
পিচ ঢালা পথে মেহগনির ঝরা পাতা
বর্ণিল ধরিত্রী খুজেঁ শুভম জোড়া শালিক
কিছু ভাবনা মানি আমরা অদ্ভূত অলীক!


দুঃখের বৃষ্টিতে ধরা রচে মেঘ,
আকাশে,সাগরে,অরণ্যে,পাহাড়ে
সুমধুর কবিতার ছন্দ আহারে!
ফুলিয়া ফুলিয়া ফেনিল আকাশ
গর্জে উঠে বাহারে!


এক পৃথিবী লিখতে গিয়ে
একশ রকম স্বপ্ন দেখে
মানুষের তরে বাচাঁর আশায়
অমরত্ব খুজেঁ মরে।