সব শৃঙ্খল থেকে বেরিয়ে
মুক্তির তাগিদে তুমি মত্ত,
তোমার শিরায় শিরায় মুক্তির আগুন
তোমার রন্ধ্রে রন্ধ্রে আত্মবিশ্বাস
তোমার পায়ের ধ্বনি যেন
নটরাজ নৃত্য।
তোমার মনের ভীতর লুকোনো
সুপ্ত যন্ত্রণা যেন জোয়ালামুখী,
সৃষ্টির নির্মম নিয়ম গুলোকে
অস্বীকার করে তুমি চলতে চাও
সত্যের হাত ধরে।
তোমার চলার পথ
রক্তাক্ত, বীভিষিকাময়
তোমার মুষ্ঠিতে দৃঢ়তা,
তুমি প্রতিবাদ,
তুমি সৃষ্টির অহংকার
তোমার হাত ধরে আসবে আগামী
করবে মুক্ত ,মুক্ত করবে
বিশৃঙ্খল পৃথিবীকে।
সকল মানবের অস্হিতে মজ্জায়
আনবে বিপ্লব,
কাল জয়ী তুমি,
তোমাতেই আমাদের শ্রেষ্ঠত্ব॥