ক্লান্ত আজ সত্যি ক্লান্ত আমি
জীবনের হিসাবে সব কিছুই গড়মিল,
যতবার ভেবেছি বাঁচবো
ততবার মরণ ছুঁয়েছে আমায়,
করেছে ক্ষত বিক্ষত ,
শরীর মন,মানসিকতা ।
এক তীব্র আর্তনাদ
বারবার বেরিয়ে আসতে চেয়েছে
রক্ত বিন্দু থেকে,
পারিনি চিৎকার করে বলতে
যেওনা আমায় ছেড়ে ,
নীরবে অশ্রু ঝরেছে চোখে।
কি ছিলো আমার দোষ?
আমি বাঁচতে চেয়েছিলাম একবার
তবে বারবার কেন ফিরিয়ে দিলে মৃত্যু?


কথা দিলাম চলে যাবো বহু দূরে
ফিরব না তোমাদের জগতে
চাইবো না হিসাব
বেঁচে থাকার,
বলবো না আর কোনোদিন
একবার বাঁচতে দাও আমাকে!
একবার শুধু একবার॥