যান্ত্রিকতার থেকে অনেক দূরে
পৃথিবীর কাব্য সংগ্রহে চলেছ,
আমিও যদি পারতাম তোমার
সাথে পেরিয়ে যেতাম যান্ত্রিক জীবন,
স্পর্শ করতাম প্রাকৃতিক সৌন্দর্য,
গায়ে মাখতাম মাটি, মাথায় দিতাম
বুনো ফুল, সাজিয়ে নিতাম প্রকৃতির
সাজে, শয্যা হতো সবুজ সমারহে,
প্রকৃতির বুকে লিখতাম প্রেমের কবিতা,
যদি পারতাম ঝর্ণার জলে নিজেকে
দিতাম মুক্তি, হারিয়ে যেতাম মাছেদের
ভিতর, নীল আকাশে উড়তাম পাখিদের
সাথে, খুব যে ইচ্ছে করছে তোমার মতো
উন্মাদ হতে, তোমার মতন সবকিছু থেকে
মুক্ত হতে, তোমার মত লুকোচুরি খেলতে,
যদি পারতাম প্রকৃতিকে নিজের বুকের মধ্যে
রেখে পান করতাম প্রকৃতির রূপ মাধুরী ,
একবার নিয়ে যাও, আমার শেষ ইচ্ছে
আমি চাইনা আর জন্মাতে, চাইনা আর
যান্ত্রিক হতে, আমি চাই প্রকৃতির সৌন্দর্যে মিশে থাকতে,
আমৃত্যুকাল............. নামহীন।।