ঘুম ভাঙা ভোরে
          কুয়াশায় দেখেছিলাম মুখ

চোখ দুটো আজো
                গভীর সমুদ্রের গভীরতা

পথ হয়তো এখনো হৃদয় ছুঁয়ে
                        তাকে দেখে বারবার;

নিঃশব্দে দাঁড়িয়ে আছে জৈবিক চাওয়া পাওয়া

                      হৃদয় তবু পূর্ণ......!!