রোজ ভালোবাসি

নীল সবুজ হলুদ

তবু কথা ফুরিয়ে

নির্বাক রামধনু;

চুপ কথা রূপ কথা

কিছু কিছু না বলা কথা

পথ পেরিয়ে ছুটে চলে

ছুটে চলে; মন পেরিয়ে

শুধু শুধু মন পেরিয়ে......!!