লেখা শেষ হতেই

নতুন বছর উকি দিল

জানলা খুলে অপেক্ষার অবসান!

অতীত কোথাও নেই
তবুও ছুঁয়ে দেখা হলোনা হৃদয়;

আমার ক্যালেন্ডারে সাপলুডু খেলছে ভাগ্য
শুরু নাকি শেষ!!

গুটি গুটি পায়ে  নরম অনুভূতি

রাত ভোর বৃষ্টির আওয়াজ
বালিস খুঁজে ছিলো ভবিষ্যত ........