নিঃশব্দে থাকুক যাতায়াত,
মন তবু  ছুঁয়ে যাক মুহুর্তদের,
আমি  আছি!
হয়তো সংজ্ঞা হীন পরিচয়ে
তবু তো  আছি!
স্থান কাল পাত্র সবটাই আমার .......


আপন পরের অস্তিত্ব জটিল তত্ত্ব!
আকাশ ঘন অন্ধকার,
মুখোমুখি হতে বাকি আরও কয়েক শতাব্দী,
চেনা মুখ  অচেনা ঠিকানার টানে;


শূন্যে বেঁধেছি ভালোবাসার মায়া ঘর;
দিগন্ত জুড়ে কথার দৌড়,
ভালো আছি;
তবুও তো আছি.....।।