ভুলে যাবে সবকিছু
সেই সব স্মৃতিটুকু
বিকেলে ভোরের ফুল
মরে গেছে অবহেলে,
ভুলে যাবে সবকিছু
এ আকাশ চাঁদ তারা
ভুলে যাবে উষ্ণতা
চায়ের কাপের,
ভুলে যাবে মেঠো পথ
স্বপ্নের সেই রাত
ভুলে যাবে কোকিলের ডাক;
ভুলে যাবে কবিতা
শব্দের সবিতা, ভুলে যাবে
আনকোড়া সুখ; ভুলে যাবে
ভুল করে এসেছিলো রাত শেষে
ভুলে যাবে চোখের ভাষা,
ভুলে যাবে সবকিছু
কভু ঝড় উঠে ছিলো বুকে;
ভুলে যাবে নিরঝরা
কভু দিয়েছিলো ধরা
ভেসে গেছে কোন স্রোতে আজ,
ভুলে যাবে সবকিছু
না বলা মন শুধু চেয়েছিলো
তোমাকেই তাই,
পায়ে পায়ে পথ চলা
ভুলে যাবে এই বেলা
সব শুরু শেষ হবে আজ,
ভুলে যাবে সবকিছু
এলোমেলো চুলে
নেমেছে আকাশ,
ভুলে যাবে সেই হাসি
দৃষ্টিতে সাগরের ঢেউ,
ভুলে যাবে সবকিছু
চিতার আগুনে যখন
পুড়বে এই তনু মন......!!