নির্মলেন্দু গুণ

Nirmalendu Goon

নির্মলেন্দু গুণ
জন্ম তারিখ ২১ জুন ১৯৪৫
জন্মস্থান বারহাট্টা, নেত্রকোণা, বাংলাদেশ
বর্তমান নিবাস ঢাকা, বাংলাদেশ

কবি নির্মলেন্দু গুণের (Nirmalendu Goon) পুরো নাম নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী। ১৯৪৫ সালের ২১শে জুন (৭ই আষাঢ় ১৩৫২ বঙ্গাব্দ) তিনি নেত্রকোনার বারহাট্টায় জন্মগ্রহণ করেন। আধুনিক কবি হিসাবে খ্যাতিমান হলেও কবিতার পাশাপাশি চিত্রশিল্প, গদ্য এবং ভ্রমণকাহিনীতেও তিনি স্বকীয় অবদান রেখেছেন। ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ "প্রেমাংশুর রক্ত চাই" প্রকাশিত হবার পর থেকেই তিনি তীব্র জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর কবিতায় প্রেম ও নারীর পাশাপাশি স্বৈরাচার বিরোধিতা ও শ্রেণীসংগ্রামের বার্তা ওঠে এসেছে বার বার। তাঁর বহুল আবৃত্ত কবিতা সমূহের মধ্যে হুলিয়া, মানুষ, আফ্রিকার প্রেমের কবিতা, একটি অসমাপ্ত কবিতা, ইত্যাদি উল্লেখযোগ্য।


এখানে নির্মলেন্দু গুণ-এর ১০৪টি কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
তোমার চোখ এতো লাল কেন ১০
মুজিব মানে মুক্তি ১০
আমি আজ কারো রক্ত চাইতে আসিনি
হুলিয়া ১৬
আবার যখনই দেখা হবে
শুধু তোমার জন্য
স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো
তুমি চলে যাচ্ছো
অসমাপ্ত কবিতা
কাশফুলের কাব্য
মানুষ
আক্রোশ
দুঃখ করো না বাঁচো
আকাশ সিরিজ
এবারই প্রথম তুমি
অগ্নিতে যার আপত্তি নেই ১৭
আমার কিছু স্বপ্ন ছিল
প্রেমাংশুর রক্ত চাই
আগস্ট শোকের মাস, কাঁদো
উপেক্ষা
নাম দিয়েছি ভালবাসা ১১
স্ববিরোধী
আকাশ ও মানুষ ১০
ওটা কিছু নয়
আমার জলেই টলমল করে আঁখি
যাত্রাভঙ্গ
আগ্নেয়াস্ত্র
আমার সংসার
একটি খোলা কবিতা
পূর্ণিমার মধ্যে মৃত্যু
আমার জন্ম
দাসবংশ ১৫
যুদ্ধ
আসমানী প্রেম
অনন্ত বরফবীথি
বউ
মোনালিসা
তুলনামূলক হাত
সেই রাত্রির কল্পকাহিনী
ফুলদানি
আত্মকেন্দ্রিক স্বপ্ন
সে যেন আমার চেয়ে বেশিদিন বাঁচে
সেই প্রজাপতি
আমার বসন্ত
চির অনাবৃতা হে নগ্নতমা
দুজনের ভাত
বসন্ত বন্দনা
আকাশ
বসন্তচিত্র
স্বাধীনতা উলঙ্গ কিশোর

Bengali poetry (Bangla Kobita) profile of Nirmalendu Goon. Find 104 poems of Nirmalendu Goon on this page.