শুভ আগমনের প্রস্তুতি চলছে চমৎকার ভাবে,
সবাই অপূর্ব সুন্দর পোশাকে এসেছে সেজে,  
মনমাতানো সৌরভ মেখে শরীরের ভাঁজে,
এক এক করে গোছানো হয়েছে সব কিছুই,
পরিপাটি বিছানা, অভূতপূর্ব দোলনা,  
আগমনী মাদল বাজিয়ে আনন্দে ভেসে,
আগন্তুক অতিথির অপেক্ষায় মুখরিত,  
অজানা অনাবিল খুশির রেশ চারপাশে।


মুগ্ধতার হাসি মেখে কতো প্রত্যাশার অন্তরালে
নিষ্পাপ হাসি নিয়ে ধরণীর রঙ্গমঞ্চে
এলো আরেক রঙ্গমঞ্চাভিনেতা ধরণীর বুকে  
জীবনের মুখোশ পড়ে নির্বাক অভিনয়ের আবেশে।


কাঁদতে কাঁদতে ধরণীতে আসে সবাই এভাবেই,
একক অদৃশ্য ভাগ্য নিয়ে নিজের হাতে,
আসা যাওয়ার খেলার মাঝে বেঁচে থাকে-
মাঝ পথে রেখে যাওয়া স্মৃতির গভীর ইতিহাস,
কেউ হেসেও যায় চলে, কেউ যায় কেঁদে,  
পাপ পূণ্যের সাক্ষী সাথে নিয়ে বিষাদ ভরা আনন্দে।


সবাই এভাবেই চলে যায় একাকী,
চলে যেতেই হয় নীরবে প্রকৃতির নিয়মে,  
কেউ জানে না কোথায় তার সহ্যশক্তি চরম সীমানা,
সবাই হেসে অজ্ঞাত পথের পথিক প্রতিনিয়ত।


মুহূর্তেই পরিবর্তন হয়ে যায় প্রেক্ষাপটের দৃশ্য।
দর্পণ থাকে ঠিক আগের মতোই নীরব,
শুধু পাল্টে যায় সময়ের পরিবর্তনে ছবি নিমিষে,  
মধুর স্মৃতি হয়ে অতীতের পাতার আড়ালে।
_______________
১৩/১১/১৬......এথেন্স.গ্রীস
© Copyright সংরক্ষিত ®