তোমার ঠোঁটের মিষ্টি হাসি
ডাগর নয়নের মায়াবী চাহনি,
কখন যে  আমাকে কিংশুকে পরিনত করেছে
আমার নিজের মনের অজান্তে নীরবে,
পৃথিবীর মায়া স্বপ্নমাখা রাত
সোনালী ভোর সব নিরানন্দ লাগে,
মাঝে মাঝে উড়ন্ত মেঘ এসে বলে আমায় চাঁদের ঠিকানা।
তোমার মায়াবী নীল আঁচল,
চোখের কাজল,  
মায়াবী চুড়ির গুঞ্জরণ,
সব মিলে স্বপনে বিভোর রাখে আমায় সারাক্ষণ।
যখন আমি চোখ মেলে তাকাই,
তোমার অস্তিত্বের ছাঁপ-
লেগে থাকে আমার হৃদয়ে,
নিঃশ্বাসে, ঠোঁটের ডগায়।
জীবনের অনেকগুলো সন্ধ্যা জমিয়ে রেখেছি তোমার তরে,
যেগুলো  হৃদয়ের ছোঁয়ায় হৃদয় হবে আরো পবিত্র,
আরো নহলি।
দু'চোখে ভেসে আছে বিশুদ্ধ ভালোবাসার গভীর নেশা,
একদিন তোমার আঁচলে-
তারার ক্লান্তি বেঁধে দেব চুপিসারে,
দুপুরের সোনা রোদ দিয়ে রাঙাবো মনের আঙিনা,
সন্ধ্যা আবীরের কিছু আভা মেখে দেব ঐ রক্তিম ললাটে।
দু'জন হাতধরে হারিয়ে যাব নিরুদ্দেশে,
শুভ্র মেঘের আড়ালে,
যখন ধরণীর কোলাহল সাঙ্গ হবে,
তখন নাহয় ডেকে নিও,
একান্ত আদরে,
তোমার মায়াবী নীল আঁচল ছায়ায়।
আমি মিশে যেতে চাই তোমার মাঝে একাকার হয়ে,
আলিঙ্গনের উষ্ণতায়,
নিঃশ্বাসের স্থিরতায়,
তখন গতযৌবনের খন্ডিতা রেখে যেও আমার অস্তিত্বে।।
__________
টি,কে,এম,আজীমি